ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ ভোটের সড়কে নেই, তারা আছে উন্নয়নের মহাসড়কে। রবিবার (৩০ অক্টোবর) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে হোটেল আল আমিনের ‘সৈয়দ ফজলুল করীম (রহ.)-এর রাজনৈতিক দর্শন’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, উন্নয়নের সড়কে থাকার কারণে ভোটের সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোটের সড়কে তারা আসতে চায় না। কিন্তু ক্ষমতায় যেতে হলে ভোটের সড়কে থাকতে হয়। ভোটাররা আন্দোলন করে আওয়ামী লীগকে হটিয়ে আগামী দিনে আবারও জনগণের শাসককে ক্ষমতায় নিবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে সরকারের বাধা প্রদান সংবিধানের লঙ্ঘন উল্লেখ করে ফয়জুল করীম বলেন, এদেশের সংবিধান মানুষের কথা বলার অধিকার দিয়েছে। জনগণ সমাবেশ করবে, সরকারের দায়িত্ব সমাবেশে নিরাপত্তা প্রদান করা। কিন্তু সরকার কি করে, জনগণের সমাবেশ বন্ধ করে। এসব জনগণ বেশিদিন সহ্য করবে না। এই লুটেরা সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাবে।
আগামী নির্বাচনে এই সরকারের সোচনীয় পরাজয় হবে। অত্যাচারীদের হাত থেকে বাঁচতে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামী যুব আন্দোলন, বাগেরহাট জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলনের কে›ন্দ্রীয় সেক্রেটারী জেনারেল কেএম আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাগেরহাট জেলার সভাপতি মাও. মাহমুদুল হাসান, ইসমলামী যুব আন্দোলন বাগেরহাট জেলার সভাপতি মাও. মাহফুজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ