কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নাসির উদ্দীন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার গভীর রাতে ইউনিয়নের পন্ডিত পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসির স্থানীয় সন্ত্রাসী গ্রুপ দা বাহিনীর প্রধান হিসেবে পরিচিত এবং চট্টগ্রামের বাশখালীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবন ফিরে আসে।
পেকুয়া থানা পুলিশ জানান গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ তার পথ গতিরোধ করে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। নিহত নাসির টৈটং পন্ডিত পাড়ার আবুল হোসেনের পুত্র। কিছু দিন আগে সে জেল খেটে জামিনে বেরিয়ে আসে।
কথিত দা বাহিনীর প্রধান নাসিরের বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নাসিরের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ