নেত্রকোনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে কর্মশালার আয়োজন করে নেত্রকোনা সদর উপজেলা প্রশাসন।
এতে সদরের ১২টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিদ্যাপীঠ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, তুহিন আক্তার, মুক্তিযোদ্ধা সাবেক সদর কমান্ডার আইয়ুব আলী, আবু আব্বাস ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক নাজমুল কবীর সরকার, লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম তুহিন, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক আলপনা বেগম, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, বারসিকের সমন্বয়কারী মো. ওহিদুর রহমান, ইউপি সদস্য মোশাররফ হোসেন, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া শাহনেওয়াজ লাবীব ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আতিলা মুনতাহা আলভীসহ কর্মশালায় অংশগ্রহণকারী অনেকেই।
বিডি প্রতিদিন/এমআই