ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের চাঞ্চল্যকর শুকুর আলী (৫৫) হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার রায় দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষের পিপি শাকিলা জিয়াসমিন মিতু ও মামলার বাদি নিহত শুকুর আলীর ছেলে মোকলেছুর রহমান। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের সালাউদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৪), মীর হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৬) ও বাইশাকান্দা গ্রামের হারুন অর রশিদের ছেলে শাহীন ওরফে চিটার শাহীন (২৭)। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশও দেন আদালত।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ধামরাইয়ের কাছৈর গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহীনুর ইসলাম শাহীন (২৬) ও একই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন মনু (২৫)। তাদের ২০১ ধারায় সাত বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। খুনিদের শাস্তির খবরে এলাকাবাসী আনন্দিত বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে শুকুর আলীকে (৫৫) একই গ্রামের নের ছেলে জাকির হোসেন ডেকে নিয়ে যায়। এরপর জাকির ও তার বন্ধু ফিরোজ, চিটার শাহীন, শাহীনুর ইসলাম, মনোয়ার হোসেন মনু বাড়ির পাশেই কুপিয়ে হত্যার পর পানি ফেলে রাখে। পরেরদিন শুকুর আলীর ছেলে মোখলেছুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ধামরাই থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সন্দেহজনকভাবে পুলিশ জাকির হোসেনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপর চারজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারাও হত্যার কথা স্বীকার করলে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের মাত্র তিন মাসের মাথায় তাদের পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বাদী মোখলেছুর রহমান বুধবার সাংবাদিকদের জানান, তার বাবার হত্যাকারীদের উপযুক্ত শাস্তির রায় দিয়েছেন আদালত। আমি ন্যায়বিচার পেয়েছি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ