নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার সন্ধ্যায় যমুনা তেল ডিপোর পেছনের ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শারজাহান আলী জানান, যমুনা ডিপোর পেছনের ঘাট এলাকা বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ২৪-২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তার মাথা, কপাল ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত স্থানগুলোতে সেলাই রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই