এবার আবহাওয়া প্রতিকূলে থাকায় আগাম জাতের ধানের ভালো ফলন হয়েছে। দিনাজপুরের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের ধান। বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকেরা লাভের মুখ দেখছেন। এরকম ধানের বাজার অব্যাহত থাকলে বাড়তি যে ব্যয় হয়েছে তা পুষিয়ে যাবে এমনটাই বললেন কয়েকজন কৃষক।
এদিকে, সরকারের দেওয়া ধান-চালের দামের চেয়ে এখন হাট-বাজারে দাম বেশি রয়েছে। নতুন ধান কেটে বাড়িতে আনায় নতুন ধানের মৌ মৌ গন্ধে সৌরভ ছড়াচ্ছে কৃষকের ঘর। অন্যদিকে, নতুন ধান কেটে মাড়াই করে খড়ের দামও পাচ্ছে কৃষক। এতে কৃষকরা খুশি।
কৃষক ও ব্যবসায়ীরা জানান, আগাম জাতের ধান কাটা-মাড়াই শেষে বাজারে উঠতে শুরু করেছে। তবে অন্যান্য ধানও কাটা শুরু হয়েছে। বিনা-৭,১৬,১৭,৭৫ ও ৭৮ এবং জিরা-৯০,৯২, ধানিগড় ও কটোরাপারি ধান বাজারে উঠছে। বিনা-১৬,১৭,৭৫,৭৮আগাম জাতের ধান ৭৭ কেজির বস্তা ২৫০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বিনা-৭ বিক্রি হচ্ছে ৭৭ কেজির বস্তা ২৫০০ থেকে ২৭০০ টাকায়। এছাড়া জিরা-৯০, ৯২ এবং ধানিগড় বস্তা বিক্রি হচ্ছে ৩৮০০ থেকে ৩৯০০ টাকায়। কটোরাপারি বিক্রি হচ্ছে প্রতি বস্তা দুই হাজার টাকায়।
চিরিরবন্দরের রানীবন্দর হাটে ধান বিক্রি করার সময় রফিকুল জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলন হয়েছে। আগাম জাতের ধান মাড়াই করে বাজারে বিক্রিতে দামও ভালো। এ দাম থাকলে কৃষক লাভবান হবে। এই ধান কাটার পর অনেক কৃষক এই জমিতে এখন আলু, ভূট্টা, গমসহ শীতকালীন সবজি চাষ করার প্রস্তুতি নিচ্ছে আবার কেউ শুরু করেছেন।
কাহারোল উপজেলার ডহচি গ্রামের কৃষক হরিকান্ত রায় জানান তিনি এবার আমন মৌসুমে বিভিন্ন জাতের আগাম ধান চাষে লাভবান হয়েছেন। আগাম জাতের ধান কাটার পর সেই জমিতে ভূট্টা চাষ করছি। কাহারোলের বলেয়া হাটে প্রতি মন প্রকারভেদে ধান বিক্রি হয়েছে ১১৫০ থেকে ১২৮০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ী গৌতম চন্দ্র জানান, সীমিতভাবে আগাম জাতের ধান বেচাকেনা শুরু হয়েছে। বাজারও ভালো। বাজারে এই দাম পেলে কৃষকরা লাভবান হবে। তবে সরকারের দেওয়া ধান-চালের দামের চেয়ে বাজারে দাম অনেক বেশি। তাই ধান-চাল সংগ্রহ অভিযান ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান জানান, এবার ২ লাখ ৬০ হাজার ৮৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। যার মধ্যে ৪৮ হাজার ৫৯০ হেক্টর জমিতে আগাম জাতের ধান রয়েছে। এই জমিগুলোতে আলু চাষ হয়ে থাকে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হবে ১০ হাজার হক্টের জমিতে।
বিডি প্রতিদিন/এএম