চুয়াডাঙ্গায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে রোগীরা অবস্থান নিচ্ছেন মেঝেতে। গত সাতদিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে ১৮২ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও আবহাওয়ার পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, দুটি কক্ষের সবগুলো শয্যা রোগীতে পূর্ণ। রোগীরা বারান্দাতেও বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কনসালটেন্ট (শিশু) ডা. মো. মাহাবুবুর রহমান বলেন, এটা রোটা ভাইরাসজনিত ডায়রিয়া। এটা শীতের সময় হয়ে থাকে। বেশিরভাগ মানুষ আবহাওয়া পরিবর্তন ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এসময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০-৪০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। একই সাথে বর্হিবিভাগেও চিকিৎসা নিচ্ছেন ৭০-৮০ জন ডায়রিয়া রোগী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ