বগুড়ায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সকালে বগুড়া সদর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, আজ আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল পরিপূর্নভাবে পেতে শুরু করেছি। আমাদের জীবনযাত্রায় সকল প্লাটফর্মে ডিজিটাল সেবা পাওয়া যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহণ থেকে শুরু করে সকল সরকারি দপ্তরসমূহ প্রতিনিয়ত চেষ্টা করছে যে আমরা কিভাবে জনগণের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দিতে পারি। সে উদ্দেশ্যকে উৎসাহিত করার জন্য সরকারি-বেসরকারি স্কুল ও কলেজগুলো তারা তাদের বিভিন্ন উদ্ভাবনীর উদ্যোগ নিয়েছে। সকলেই এক ধরনের সেবা প্রদানের মানসিকতা নিয়ে কাজ করছেন। এতে করে শুধুমাত্র সেবা প্রদানই নয় এই ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে লাগাতে পারে। এই মেলায় যে সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে এবং তারা যে বিষয়গুলি উদ্ভাবন করেছে এক সময় এখান থেকেই তারা বড় কিছু হয়ে যাবে। এ কারণেই আজ এই উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশের জগণের মাঝে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা। এসময় উপস্তিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোজাহারুল আলম, ঠান্ডু মিয়াসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩টি প্যাভিলিয়নে মোট ১৭টি স্টল স্থান পেয়েছে। সেগুলো হলো-উপজেলা নির্বাহী অফিস, ভূমি অফিস, কৃষি অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, পরিবার পরিকল্পনা অফিস, তথ্য কেন্দ্র, যুব উন্নয়ন কেন্দ্র, নির্বাচন অফিস, শিক্ষা অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আমর্ড পুলিশ ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ, বগুড়া জিলা স্কুল, মাটিডালি উচ্চ বিদ্যালয়, সরকারি আজিজুল হক কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, মৌচাক বিজ্ঞান ক্লাব, বঙ্গবন্ধু বিজ্ঞান ক্লাব। বিকেলে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম