বান্দরবানে গণপ্রকৌশলী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ (আইডিইবি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্ত্বরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “টেকসই উন্নয়নে- নবায়নযোগ্য জ্বালানি”। পরে আইডিইবি এর জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি বান্দরবান জেলা শাখার সভাপতি মং সুই খই মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সহ-সভাপতি মোনজেল হোসেন, সাধারণ সম্পাদক আমানুল রহমান, সাংগঠনিক সম্পাদক রুই প্রু অং মারমা এবং আইডিইবি এর বিভিন্ন বিভাগের প্রকৌশলীবৃন্দ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/হিমেল