কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসারকে (২৮) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে অপহরণ করা হয়।
ডা. মির্জা কাউসার প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তার বাড়ি জেলার বাজিতপুর উপজেলার উজানচর এলাকায়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, পুরো বিষয়টি আমাদের নখদর্পনে আছে। এসপি থেকে এসআই পর্যন্ত সকলেই বিষয়টা নিয়ে তৎপর আছি। একটা গাড়ির নম্বর পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। খুব দ্রুত একটা ফল পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল