বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট চলছে। মানুষের ভাগ্য নয়, আওয়ামী নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। মানুষ তীব্র সংকটে রয়েছে, নিরব দুর্ভিক্ষ চলছে। দেশে বিরাজমান সর্বগ্রাসী সংকটের জন্য আওয়ামী লীগ দায়ী। এই ব্যর্থ, অযোগ্য,দুর্নীতিবাজ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।
শনিবার বিকালে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতার পর স্বাধীন দেশে আওয়ামী লীগ খুন-গুম শুরু করেছিল, গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল, নিজেদের অনৈতিক শাসন টিকিয়ে রাখতে তারা এখনও তা অব্যাহত রেখেছে। প্রতিহিংসাপরায়ণ সরকার রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছে।
তিনি আরও বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগারের ব্যর্থ অপচেষ্টা করছে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, বিএনপি নেতা আব্দুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, আবুল কালাম আজাদ, সহ দফতর সম্পাদক, আল আমিন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য সোহেল আল আজাদ, আব্দুল মালেক সোহান, মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/কবিরুল