কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আব্দুল আমিন জিসান (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল আমিন জিসান টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার মোহাম্মদ ইউনুসের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
মো. আব্দুল হালিম জানান, গতকাল শনিবার বিকেলে পুলিশের একটি টিম নাজির পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটক মাদক কারবারির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। তার একটি ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত