আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে স্ব স্ব কেন্দ্রে চলে গেছেন।
নির্বাচনে ৪ জন নারী সদস্য এবং ১৯ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে এবং টানা দুপুর ২টা পর্যন্ত চলবে। প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে। ভোটকেন্দ্র রয়েছে ৫টি, আর ভোটকক্ষ রয়েছে ১০টি।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আর প্রিজাইডিং অফিসার ৫, সহকারী প্রিজাইডিং অফিসার ১০ ও ২০ জন পোলিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য ও আনসার বাহিনীর ৫ জন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি অতিরিক্ত হিসেবে পুলিশ ও র্যাব টহল দল আইন-শৃঙ্খলার দায়িত্ব এবং পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এদিকে, চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইন অনুযায়ী জেলার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিল ও ইউপি সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের ৫ জন সদস্য ও ২ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন।
নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার রয়েছেন ৬৬০ জন।
বিডি-প্রতিদিন/বাজিত