ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার ২২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর, কেষ্টপুর ও লক্ষন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান, থানার ওসি আমিনুল ইসলাম।
গত ১৪ নভেম্বর সোমবার সকালে কেষ্টপুর গ্রামে পানের বরজে চুরির ঘটনায় সংঘর্ষে নিহত হন সাইদ বিশ্বাসের। নিহত সাইদ বেষ্টপুর গ্রামের মৃত জাবেদ বিশসের ছেলে। হত্যার এ ঘটনায় নিহতের ভাই রাফিজ বিশ্বাস বাদী হয়ে ১০৪ জনকে আসামী করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে পুলিশ উমেদপুর ইউনিয়নের বিএলকে এলাকায় অভিযান পরিচালনা করেন। র্যাব ৬ এর সদস্যরা তাদের সহযোগিতা করেন। অভিযানে কেষ্টপুর গ্রামের সাইদ হত্যার মূলআসামী হানিফ মন্ডল সহ ২২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বাকী আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        