২ ডিসেম্বর, ২০২২ ২১:০৬

দিনাজপুরে পথচারীর ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পথচারীর ঘুষিতে অটোরিকশা
চালকের মৃত্যুর অভিযোগ

দিনাজপুরে অটোরিকশার চালক ও পথচারীর মধ্যে বাক-বিতন্ডার জেরে ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দিনাজপুর শহরের চুড়িপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।

মৃত অটোরিকশা চালক মো. খালেকুল ইসলাম (৪০) বিরল উপজেলার মোহনপুর এলাকার মৃত ছাবের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর পৌরসভার মেদ্ধাপাড়া এলাকায় বসবাস করছেন। এ ঘটনায় অভিযুক্ত পথচারীর সন্তোষ ডাল মিয়া (৬০) শহরের মালদহপট্টি এলাকার বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, প্রতি শুক্রবার ওই এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। সে কারণে চুরিপট্টি-চারুবাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনায় সময় চুড়িপট্টি মোড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে খালেকুল বাকবিতন্ডায় জরিয়ে পড়েন। এ সময় সন্তোষ কুমার রেগে গিয়ে তাকে ঘুষি মারেন। এসময় খালেকুল পড়ে যায়। স্থানীয়দের খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, একজন ইজিবাইক চালকের মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর