চাঁপাইনবাবগঞ্জের মোটরসাইকেলের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুম (২৫) নামে তরুণ নিহত হয়েছে।
এ ঘটনায় আল আমিন নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
নিহম মাসুম জেলার নাচোল উপজেলার পুকুরিয়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং আহত আল আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া নামক স্থানে।
সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন