পিকনিকে যাওয়ার জন্য ২০ হাজার টাকা প্রয়োজন ছিল। এই টাকা সংগ্রহে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালক অন্তরকে হত্যা করে পাঁচ বন্ধু। অটোরিকশা দিতে না চাইলে ছিনতাইকারীরা অন্তরকে ৩৫টি ছুরিকাঘাত করে।
বুধবার রাতে শহরের কিল্লারপুল এলাকা থেকে অটোচালক অন্তরের রক্তমাখা লাশ উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে ছিনতাইকারী ৫ বন্ধুর মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব থানার বালুচর এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. শুভ (২০), ময়মসিংহ জেলার ত্রিশাল থানার বৈলার এলাকার মো. হেলালের ছেলে জিহান (১৯), ফতুল্লা পোস্ট অফিস এলাকার কলিমউদ্দিনের ভাড়াটিয়া মৃত আলমগীররের ছেলে মো. মুন্না (১৮) ও ফতুল্লা পোস্ট অফিস বৌবাজার এলাকার আলমগীর বেপারির ছেলে মো. নাইম (২৩)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অটোচালক অন্তরের হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি। ওসি বলেন, গ্রেফতারকৃতরা হত্যার তথ্য প্রাথমিকভাবে স্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের পিকনিকে যাওয়ার জন্য ২০ হাজার টাকা প্রয়োজন ছিল। তাই তারা অটো ছিনতাই করার পরিকল্পনা করে। এতে বাধা দিলে তারা একাধিক ছুরিকাঘাতে চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয় ।
বিডিপ্রতিদিন/কবিরুল