বগুড়ায় ছাত্রলীগের দু'গ্রুপের বিরাজমান বিরোধকে ঘিরে মহান বিজয় দিবসের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় পতাকাসহ দলীয় সব পতাকা উত্তোলনের পরে এ ঘটনা ঘটে।
এ সময় দলীয় কার্যালয়সহ সাতমাথা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হাতাহাতি ও ধাওয়ার ঘটনায় কেউ হতাহত হননি।
জানা যায়, মহান বিজয় দিবসের সকালে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচীর আয়োজন করে আওয়ামী লীগ। সকাল সাড়ে ৭ টার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতারা জাতীয় পতাকাসহ নিজ নিজ পতাকা উত্তোলন করেন। এরপরেই জেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা স্লোগান শুরু করেন। একপর্যায়ে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা স্লোগান শুরু করলে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ও ধাওয়া দেন। এ সময় দলীয় কার্যালয় ও সাতমাথা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন