অনলাইন ভিত্তিক ফেসবুক পেজ বুননভাতির ১ম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে গ্রাহক সামবেশ অনুষ্ঠিত হয়েছে । রবিবার দিবাগত রাতে দিনাজপুর শহরের অভিজাত এক রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম। উদ্বোধনী বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খাঁন।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর রেড ক্রিসেন্ট’র ভাইস চেয়ারম্যান বজলুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, কোতয়ালি থানার ওসি (তদন্ত) গোলাম মওলা শাহ্, বুননভাতি পেজ এর পরিচালক তাসকিনা জাহান, দিনাজপুর গার্লস ক্লাব এর এডমিন আফরিন মৌ, আফরোজ মাহমুদ বন্যা, নারী উদ্যোক্তা জেসমিন সুলতানা লিজা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ