ফেনী গার্লস ক্যাডেট কলেজের আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নাজমুল হক। এতে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ২৪টি ইভেন্টে তিনটি হাউজের ছোট ও বড় দুটি দলে ৭৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। কলেজে ৩৫০ জন ক্যাডেটদের বড়দল ও ছোটদল দুইভাগে বিভক্ত করা হয়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৪টি ইভেন্টে ৭৮টি পুরস্কার পান শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় ফাতেমা হাউজ চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় খাদিজা হাউস। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।বিডিপ্রতিদিন/কবিরুল