২২ ডিসেম্বর, ২০২২ ২১:২২

কুষ্টিয়ায় নসিমন চাপায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় নসিমন চাপায় নিহত ১

প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকসায় গরু বোঝাই নসিমন গাড়ির চাপায় উজ্জ্বল শেখ (৩৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন এক ভ্যানচালক। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল শেখ উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাবমোড় এলাকার হাতেম শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ভ্যান চালক রিপন বিশ্বাস। তার বাড়ি উপজেলার চরপাড়া এলাকায়।

পুলিশ জানায়, বিকেলের দিকে উজ্জল বাইসাইকেলে করে বাড়িতে ফেরার পথে খোকসা বাসস্ট্যান্ড থেকে একটি গরু বোঝাই নসিমন গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা রিপন নামে ভ্যানচালক আহত হন। স্থানীয় লোকজন দুজনকেই উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক রিপন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা নসিমন গাড়িটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ  আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও নছিমন গাড়িটি জব্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর