দিনাজপুরের চিরিরবন্দরে গত তিনরাতে ৭টি গরু চুরি যাওয়ায় এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে অনেকেই রাত জেগে গোয়ালঘর ও গরু পাহারা দিচ্ছেন।
স্থানীয়রা জানায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপির আব্দুলপুর গ্রামের বেলতলীবাজারের পাশে আব্দুল জলিলের বাড়ি হতে চোরেরা ৪টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা। গত ২৩ ডিসেম্বর একই ইউনিয়নের মামুদপুর গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী কামরুজ্জামানের বাড়ি থেকে আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের ২টি ষাঁড় এবং গত ২২ ডিসেম্বর ওই ইউনিয়নের নুর আলম মাষ্টারের গোয়ালঘরের তালা ভেঙ্গে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের একটি বিদেশি গাভী চুরি করে নিয়ে যায়। শুধু গরু চুরিই নয়-সম্প্রতি বিভিন্ন বাড়ি ও বাজারে নলক‚ পের হেড চুরি হয়ে যাচ্ছে।
এসব চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে এবং গরু মালিকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।
বিডি প্রতিদিন/এএ