২৭ ডিসেম্বর, ২০২২ ১০:০০

ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে মিলল নিখোঁজ শ্রমিকের মরদেহ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে মিলল নিখোঁজ শ্রমিকের মরদেহ

ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়া মনিরুজ্জামান মনির (৫০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মনিরুজ্জামান মনির ধামরাইয়ের আটিমাইঠান গ্রামের মৃত ইসরাফিল হোসেনের ছেলে। সে ডাউটিয়া গ্রামে তার শ্বশুর ফজলুল হকের বাড়িতে থেকে ডাউটিয়া বিসিক শিল্পনগরীর একটি কেমিক্যাল কারখানায় শ্রমিকের কাজ করতেন।
  
পুলিশ ও স্থানীয়রা জানান, মনিরুজ্জামান মনির গত রবিবার সকালে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে সোমবার বিকেলে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গতকাল ডাউটিয়া বিসিক শিল্পনগরীর পাশে একটি ভুট্টা ক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
  
ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর