২৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৪

শরীয়তপুরে প্রবাসী যুবককে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে প্রবাসী যুবককে হত্যা

পূর্বশত্রুতার জের ধরে শরীয়তপুরের নড়িয়ার রাজনগর ইউনিয়নের ঠাকুর কান্দি গ্রামে মালয়েশিয়া  প্রবাসী যুবক দানিস সরদারকে কুপিয়ে খুন করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। নিহত দানিশ সরদার গ্রামের সোনা মিয়া সরদারের বড় ছেলে। সে ১৮ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। চার মাস ধরে সে ছুটিতে বাড়ি আসে।

নিহতের পরিবার ও নড়িয়া থানা গতকাল সোমবার রাত ৯টার দিকে স্থানীয় আন্দার মানিক বাজার থেকে কেনাকাটা করে  বাড়ি ফিরছিল। পথিমধ্যে প্রতিপক্ষ সন্ত্রাসী জয়নাল মোড়লের নেতৃত্বে ১০/ ১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে কুপিয়ে মারাক্তক জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত দানিশকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঠাকুর কান্দি গ্রামে স্থানীয় আনোয়ার বেপারী গ্রুপের সাথে জয়নাল মোড়ল গ্রুপ ও মালৎ গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে দন্দ্ব করে আসছে দীর্ঘদিন  ধরে। নিহত দানেশের বাবা সোনা মিয়া আনোয়ার গ্রুপের মানুষ। বাবার সাথে দ্বন্দের জের ধরেই পুত্র দানেশকে হত্যা করা হয়েছ এমন দাবি পরিবারের। 

ঘটনার পর থেকেই পালাতক রয়েছে অভিযুক্তরা। এ ব্যাপারে নড়িয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঠাকুরকান্দি গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। দোষিদের দ্রুত গ্রেফতারকরে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর