কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৭টায় কুড়িগ্রাম পুরাতন স্টেশনে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ আতাউর রহমান আতা, জাতীয় পার্টির সমন্বয়ক নূর আলম সিদ্দিক লাভলু প্রমূখ।
বিডি প্রতিদিন/এএ