লালমনিরহাট থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা শরীয়তপুর জাজিয়া থানার মাতবরকান্দি গ্রামের মৃত লাল মিয়া চৌকিদারের ছেলে হ্নদয় চৌকিদারকে (২২) গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার স্বপন চন্দ্র দাশের দশম শ্রেণি পড়ুয়া কিশোরী মেয়েকে হ্নদয় চৌকিদার তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। এরপর কিশোরী মেয়ের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপহরণ এর সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ বলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছে।
বিডি প্রতিদিন/এএম