নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট অধ্যাপক মোহাম্মদ হাশেম এর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপী হাশেম উৎসব সম্পন্ন হয়েছে। বুধবার রাতে সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিদার উল আলম উপস্থিত থেকে হাশেম পদক ও গুণীজনদের মাঝে সম্মাননা প্রদান করেন।
অধ্যাপক হাশেম ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরুর সভাপতিত্বে এ উপলক্ষে শিল্পকলা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপাচার্য ড. দিদার উল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম মাহবুবুর রহমান, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপিত মোল্লা হাবিবুর রসুল মামুন, হাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তফা মনোয়ার সুজন, আবু নাছের মঞ্জুসহ বিভিন্ন শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অধ্যাপক হাশেম এর জীবনী নিয়ে দুই দিন ব্যাপী চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সানজিদা সুলতানা, এবিএম কামাল উদ্দিন, আকবর হোসেন সোহাগ, জামাল হোসেন বিষাদ, আজাদ ভূইয়া সহ বিভিন্ন সাংবাদিক প্রমুখ।
উল্লেখ্য, নোয়াখালীর প্রধান সঙ্গীত খ্যাত ‘আঙ্গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্টিক ভাই/হেনী মাইজদী চৌমুহনীর নাম কে হুনে নাই’সহ হাজারো গানের গীতিকার, সুরকার ও শিল্পী মোহাম্মদ হাশেমের জন্ম ১৯৪৭ সালের ১০ জানুয়ারি। নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে তার বাড়ি। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে রেডিও পাকিস্তানের অনুষ্ঠান সংগঠক হিসেবে তার পেশা শুরু। পর্যায়ক্রমে ঢাকা সংগীত কলেজ, কবিরহাট সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা