১৪ জানুয়ারি, ২০২৩ ২০:০৫

কৃষকের খড়ের গাদায় আগুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

কৃষকের খড়ের গাদায় আগুন

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের ৮ বিঘা জমির খড়ের গাদা আগুনে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এমন খবরে গ্রাম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গছাইল গ্রামে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। 

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গত শুক্রবার রাতে গছাইল গ্রামে বাৎসরিক ইসলামী জালসা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে ওই গ্রামের কৃষক আব্দুল আজিজের ৮ বিঘা জমির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এ খবরে গ্রামে আতঙ্ক ছড়ায়। গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে খড়ের গাদা পুড়ে কৃষকের ক্ষতি হয়েছে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর