নীলফামারীতে মিতালী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নয়ন জলি রায় নামে উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানি নামক ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নয়নজলি নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি কৈপাড়া এলাকার পলাশ রায়ের স্ত্রী।
এ সময় আহত হয়েছেন ভ্যানচালক ময়নুল ইসলাম। তাকে সৈয়দপুর একশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সোনারায় ইউনিয়নের জয়চন্ডি এলাকার আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, ভ্যানযোগে চালকসহ চারজন উত্তরা ইপিজেড যাচ্ছিলেন। একই সময়ে চিলাহাটি স্টেশনের দিকে যাচ্ছিল মিতালি এক্সপ্রেসের ইঞ্জিন। ভ্যানের দু’জন যাত্রী নেমে যেতে সক্ষম হলেও চালক ও যাত্রী নয়ন ইঞ্জিনের ধাক্কায় আহত হন। এরমধ্যে নয়ন ঘটনাস্থলে মারা যান এবং আহত ময়নুলকে সৈয়দপুর একশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর জিআরপি পুলিশের পরিদর্শক শফিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নয়ন জলির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম