পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঝালিংগীগছ এলাকার করতোয়া নদীর পাড়ের একটি চা বাগানের ড্রেন থেকে মো. কামরুল ইসলাম কামু নামে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকরা হঠাৎ ওই যুবকের লাশ দেখতে পায়। চা বাগানের ঝোপঝাড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মৃতদেহ। পরে তারা দেবনগড় ইইউনিয়নের চেয়ারম্যানকে সোলেমান আলীকে জানায়।
পুলিশ জানায় বুধবার সকালে কামরুজ্জামান কামুর পরিবার তার নিখোঁজ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়রি করে। ডায়রিতে লিখিত ভাবে তারা জানায়, গত সোমবার বিকেলে মাছ ব্যবসায়ী কামরুজ্জামান কামু শালবাহান হাটে আসেন। সন্ধায় অন্য একজনের দ্বারা বাড়িতে সাইকেলসহ বাজার পাঠিয়ে দিলেও সে বাড়িতে ফিরে নাই। এরপর খোঁজাখুঁজি করেও কামুর সন্ধান পাওয়া যায়নি। কামরুল ইসলাম কামু তিরনইহাট এলাকার যুগিগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে দুই সন্তানের জনক।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানায় আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হই। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়েছে। আমরা কিছু আলামত সংগ্রহ করেছি। পরিবার থেকে মামলার বিষয়ে এখনও নিশ্চিত করেনি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা জানাতে পারবো।
বিডি প্রতিদিন/এএম