২৬ জানুয়ারি, ২০২৩ ২০:৫৩

কলাপাড়ায় নানা আয়োজনের সরস্বতী পূজা ‍উদযাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় নানা আয়োজনের সরস্বতী পূজা ‍উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত করা হয়েছে সরস্বতী পূজা। 

বৃহস্পতিবার সকাল থেকেই শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। এ উপজেলায় মন্দির ও বিদ্যালয়সহ ব্যক্তি উদ্যোগেও শহরের পাড়া মহল্লা ও বিভিন্ন গ্রামে সরস্বতী পূজা উদযাপিত হয়। আল্পনা দিয়ে সাঁজানো হয় প্রতিটি পূজা মণ্ডপ। 

বিদ্যার দেবীর পায়ে ফুল, বেল পাতা ও দুর্বা দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। পাশেই রাখা হয় শিক্ষার্থীদের বই-খাতা। এছাড়া দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করেছেন অনেকেই। পরে বিতরণ করা হয় প্রসাদ। তবে কিছু কিছু পূজা মণ্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,পূজা মণ্ডপগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর