টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট বিভাগ আইনজীবন সমিতির সভাপতি অ্যাডভোকেট মোস্তাক হোসেন, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূইয়া প্রমুখ।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে সংসদ নেতার অফিসে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন আনোয়ারুজ্জামান। সাক্ষাতে তাকে আসন্ন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশেষ কিছু নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি।
সেই নির্দেশনা অনুসারে কাজ শুরু করতে যাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। কাজ শুরু করার আগে শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল