গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত ও চালক আহত হয়েছে। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- রাজন মিয়া (২১)। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বামনী পাছুরা এলাকার জুয়েল মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই আরিফুল ইসলাম ও স্থানীয়রা জানান, শনিবার সকালে শাহ সিমেন্ট কোম্পানীর পাম্পের পাইপ ও মিক্সার মেশিনবাহী একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরে ইউটার্ন মোড় এলাকায় পৌঁছলে হঠাৎ ট্রাকের চাকা ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে থামানোর চেষ্টা করলে পেছন থেকে আসা অপর একটি মালবাহী ট্রাক ওই মিক্সারবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত এবং চালক আহত হয়। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ দূর্ঘটনা কবলিত ট্রাক দু’টি জব্দ করেছে, তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        