মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে সড়ক দুর্ঘটনায় শামীম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শামীম মহম্মদপুর উপজেলার পরমেশ্বর গ্রামের কিবির শেখের ছেলে।
আজ রবিবার দুপুরে মোটরসাইকেল যোগে মাগুরা শহরে আসার পথে বাইসাইকেলের সাথে সংঘর্ষে ওই যুবক নিহত হয়। এসময় দুইজন আহত হয়। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শামীম গ্রামের বাড়ি পরমেশ্বর থেকে মোটরসাইকেলে করে মাগুরা শহরে আসার পথে মালিকগ্রামে পৌঁছালে বাইসাইকেলের সাথে সংঘর্ষ হলে ৩ জনই গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকগণ শামীমকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ