‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৩ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যাক্তিদের সহায়তা প্রদান করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার বালিশিরা হাসপাতাল প্রাঙ্গনে দি কনসোলিডেটেড টি এন্ড ল্যান্ডস বাংলাদেশ লিমিটেড (ফিনলে) ও লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ এমপি।
বালিশিরা মেডিকেল ডিপার্টম্যান্ট এর ইনচার্জ ডা. নাদিরা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ফিনলে টি কোম্পানীর কালীঘাট চা বাগানের জেনারেল ম্যানেজার মো. সালাহ উদ্দিন প্রমুখ।
কুষ্ঠ রোগে আক্রান্ত ও তাদের পরিবারের সদস্য এবং প্রতিবন্ধীদের মধ্যে ১০০ কম্বল, ৫টি ছাগল, ১৬ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ