হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিভিন্ন অনুষদের ডীন ও চেয়ারম্যানবৃন্দের জন্য “৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ বাস্তবায়নের অংশ হিসেবে হাবিপ্রবিতে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম, কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড.বিকাশ চন্দ্র সরকার।
কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সিনিয়র এসোসিয়েট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রফেসর মোঃ রশিদুল হাসান।
বিডি প্রতিদিন/এএ