নারায়ণগঞ্জ ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা নৌ-পুলিশ। সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার দাপাস্থ রুপঁচান বেপারীর(এনডি) ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া পাগলা নৌ পুলিশের এস আই শারজাহান জানায়, সোমবার সকাল ১০ টায় স্থানীয় তথ্য সূত্রে জানতে পারেন বুড়িঙ্গা নদীর তীরে একটি লাশ ভাসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
লাশের বিবরণ দিয়ে তিনি আরও জানান, লাশটির বয়স আনুমানিক ২৭-২৮ বছর হবে। লাশটি অর্ধেক পচেগলে গেছে। ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগের হবে। শরীরে আঘাতের কোন চিহ্ন রয়েছে কি না তা শনাক্ত করা যায়নি। লাশের শরীরের উপবিভাগে জামা ছিল না। তবে কালো একটি পেন্ট পরোহিত রয়েছে। লাশটি উদ্ধারের পরে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম