শস্যের নিবিড়তা বৃদ্ধি, সময়মত কৃষি কাজ সম্পাদন, পণ্যের উৎপাদন খরচ কমানো, কর্তনোত্তর অপচয় রোধ, শ্রমিকের কায়িক শ্রম লাঘব ও অভাব পূরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য প্রক্রিয়াজাত করণ, উৎপাদিত পণ্য বাজারজাত করণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কৃষিকে আধুনিক ও আকর্ষণীয় পেশায় পরিণত করার জন্য কৃষিতে আধুনিক ও লাগসই যান্ত্রিকায়ন ব্যবস্থাপণার মাধ্যমে হাইব্রিড ধানের যান্ত্রিক পদ্ধতিতে দিনাজপুরের চিরিরবন্দরে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে।
২০২২-২০২৩ অর্থবছরে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের সাহায্য ব্রিধান-৮৯, ব্রিধান-৯২ ও ব্রিধান-১০০ (বঙ্গবন্ধু ধান) ধানের চারা রোপন করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অমরপুর ইউপির শান্তির বাজারের হাজীপাড়া মাঠে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান, অমরপুর ইউপি চেয়ারম্যান কাজী ইকবাল হোসেন, কৃষক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ