৩১ জানুয়ারি, ২০২৩ ০১:৫০

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি :

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় লাল্টু হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসানগর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল্টু মনোহারপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভাটইবাজার থেকে ভ্যানে টিউবওয়েলের পাইপ বোঝাই করে শৈলকুপা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আসানগর চাঁদপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর