৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৩৩

দিনাজপুরে বিবাহ উৎসবে উপচেপড়া ভিড়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিবাহ উৎসবে উপচেপড়া ভিড়

‘আমরা কারো প্রতিযোগী নই, একে অপরের সহযোগী’ এই স্লোগানে দিনাজপুরে শুরু হওয়া চার দিনব্যাপী বিবাহ উৎসব ও পণ্য প্রদর্শণী মেলায় ক্রেতা ও দর্শানার্থীদের উপচে পড়া ভিড়।

ক্রেতারা বিভিন্ন স্টল ঘুরছেন, বিবাহ উৎসব উপভোগ করছেন এবং পছন্দমত পণ্য কিনছেন। দিনাজপুরে ইন্সটিটিউট প্রাঙ্গণে নজরকাড়া পোশাক, প্রসাধনী, সুস্বাদু খাবার আর বিভিন্ন সামগ্রী সাজিয়ে মেলায় স্থান পেয়েছে ৪০টি স্টল।

মেলায় বিশেষ আয়োজনে রয়েছে, অসহায় বাবার মেয়ের বিয়ের অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রবিবার বিবাহত্তোর সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে শেষ হবে এ মেলা। তাদের দাম্পত্য জীবন সুখের করতে ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে বিভিন্ন উপকরণ উপহার প্রদান করা হবে বলে জানায় আয়োজকরা।
 
দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ ও ঢোল ইভেন্ট ম্যানেজমেন্ট এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিবাহ উৎসব ও পণ্য প্রদর্শণী মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন।

আয়োজকরা জানায়, পণ্য প্রদর্শনীর পাশাপাশি মেলার প্রথম দিনে ছিল মেহেদী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার সকাল থেকেই চলে হলুদের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিউটিশিয়ানদের সাজানো ব্রাইড র‌্যাম্প শো। আগামীকাল শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বিয়ের আয়োজন ও বিউটিশিয়ানদের সাজানো ব্রাইড র‌্যাম্প শো এবং আগামী রবিবার বিকেল ৪টায় আলোচনা সভা ও লাইভ কনসার্টের মধ্যদিয়ে শেষ হবে চার দিনব্যাপী এ মেলা।

 

বিডি প্রতিবেদন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর