নাটোরে জেলা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাটোরের পুলিশ সুপার এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুর রহমান।
এর আগে এ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শোভন কুমার গোস্বামীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পরিচালক ও অতিরিক্ত পুলিশ নাটোর ক্রাইম এন্ড অপস এর শরিফুল ইসলাম, সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন বিদ্যালয় বিভিন্ন ইউনিটের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।
বিডি প্রতিদিন/এএ