মৌলভীবাজার পৌর শহরের সোনাপুর (বড় বাড়ী) এলাকা থেকে জাহানারা বাহার পলি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। রবিবার সকালে নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
জাহানারা বাহার পলি সোনাপুর এলাকার আফজাল হোসেন তায়েফ এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একই রুমে পলি স্বামীর সাথে ঘুমিয়েছিলেন। হঠাৎ সকালে উঠে দেখতে পান পলি ফ্যানের সাথে ঝুলছে। নিহত জাহানারা বাহার পলি দুই সন্তানের জননী। মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল