মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেচ্ছাসেবী সামজিক সংগঠন অধ্যায়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এই পিঠা উৎসবে নানান রকমের পিঠা ও হস্তশিল্পের দোকান বসে। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল বয়সের মানুষের আগমনে এই উৎসব স্থানটি রূপ নেয় প্রাণের মেলায়।
রাতে উৎসবে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এর আগে, সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা মিহলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত।
আরো উপস্থিত ছিলেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছড়াকার অবিনাশ আচার্য, ইস্পাহানী কোম্পানির জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, লেখক ও ছড়াকার সজল দাস, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু ইদ্রিস মো. লেদু প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ