১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:২০

শেরপুরে দুই দিনব্যাপী হৃদরোগ ক্যাম্প

শেরপুর প্রতিনিধি

শেরপুরে দুই দিনব্যাপী হৃদরোগ ক্যাম্প

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

শেরপুরে দুইদিনব্যাপী হ্নদেরোগ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সজবরখিলা এলাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন শেরপুর জেলার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

অসংখ্য হ্নদরোগ আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন জাতীয় হ্নদরোগ ফাউন্ডেশনের সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট ডা. অশোক দত্ত, ডা. তওফিক শাহরিয়ার হক, ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ডা. রাকিবুজ্জামান প্রমুখ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর