অসহায় দুস্থসহ সর্বস্তরের লোকজনের জন্য বিশ হাজার লোকের মেজবানের আয়োজন করলেন নোয়াখালী চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির। শনিবার দুপুরে জয়াগের নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েতসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়া অসহায় দুস্থসহ সর্বস্তরের লোকজন মেজবানে অংশগ্রহণ করেন।
আয়োজক জাহাঙ্গীর কবির জানান, করোনাকালীনসহ বিভিন্ন সময়ে মানুষকে ব্যাপক সহযোগিতা করে আসছি। তারই ধারাবাহিকতায় সর্বস্তরের মানুষের জন্য এ আয়োজন করেছি।
বিডি প্রতিদিন/হিমেল