চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় জামায়াত শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে মিছিল বের করার সময় তাদের আটক করা হয়।
বাকলিয়া থানাও ওসি আবদুর রহিম বাংলাদেশ প্রতিদিনকে জানান, চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করে। আটকের পর তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে একজনকে ছেড়ে দেয়া হয়। অভিযানের সময় সে ভয়ে দৌড় দেয়ায় তাকে আটক করা হয়েছিলো। পরে পরিচয় নিশ্চিত হয়ে তাকে ছেড়ে দেয়া হয়। বাকীদের নিয়মিত মামলা দিয়ে হাজতে চালান দেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল