কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় বিএনপির পদযাত্রা করে ঢাকা আরিচা মহাসড়কের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই পথসভা শেষ করা হয়।
আজ শনিবার বিকালে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের নেতৃত্বে মানিকগঞ্জ সদরের গিলন্ড এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়কের সামনে গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রায় গড়পাড়াসহ বিভিন্ন ইউনিয়নের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। বাধা দিয়ে আন্দোলন দমানো যাবে না। আগামীতে যেখানে বাধা পাব সেখানেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।
বিডি প্রতিদিন/এএ