নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়নে ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বিভিন্ন ইউনিয়নের পদযাত্রায় অংশগ্রহণ করেন। নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি দুবলহাটি ইউনিয়নে, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু তিলকপুর ইউনিয়নে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল বক্তারপুর ইউনিয়নে উপস্থিত ছিলেন।
সারা জেলায় শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন হলেও সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয় বলে জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু জানান।
বিডি প্রতিদিন/এএ