গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রলির চাপায় হাবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হাবিবুর রহমান উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর বলেন, ট্রলি চাপায় নিহত বৃদ্ধ পার্শ্ববর্তী মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এ সময় বাঁশবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া ট্রলি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই বৃদ্ধের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এএ