শেরপুরে মডেল গার্লস ডিগ্রি কলেজে বসন্ত বরণ উৎসব পালন করা হয়েছে। বসন্ত বরণ উপলক্ষে মঙ্গলবার আয়োজন করা হয়েছিল র্যালি, নাচ ও গান। অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই কয়েকশ শিক্ষার্থী ও কলেজের শিক্ষকরা নানা রঙের পোশাক পরে কলেজে হাজির হন।
সকালে শহরে র্যালি করে জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। র্যালির পরে কলেজ ক্যাম্পাসে শুরু হয় শিক্ষার্থীদের গান ও নৃত্য। শিক্ষার্থীদের পরে আসা নানা রঙের বাঙালি শাড়িতে কলেজ ক্যাম্পাস হয়ে উঠে বর্ণিল। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় আনন্দ ভাগাভাগি করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শেরপুরের মেয়র গোলাম কিবরিয়া লিটন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার বলেন, কলেজ দীর্ঘদিন অতিমারি করোনার কারণে বন্ধ ছিল। আজ বসন্ত উৎসবে শিক্ষক-শিক্ষার্থীরা যেন প্রাণের ছোঁয়া পেল।বিডি প্রতিদিন/এমআই